কলকাতা:  বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় মেয়র শোভন চট্টোপাধ্যায়। আদালতে তাঁর আইনজীবী আজ জানিয়ে দেন, মিটমাট করতে চান না স্ত্রী-র সঙ্গে। এদিকে, পর্ণশ্রী থানায় মেয়রের করা অভিযোগের ভিত্তিতে আদালত থেকে জামিন পেলেন রত্না চট্টোপাধ্যায়।

মেয়র শোভন চট্টোপাধ্যায় বনাম স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। হাই-প্রোফাইল এই বিবাহ বিচ্ছেদ মামলা চলছে আলিপুর আদালতে। এদিন শুনানিতে অংশ নেন রত্না। এর আগে বিচারক পরামর্শ দিয়েছিলেন, শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্নার মধ্যে সব মিটমাট করে নিতে...

কিন্তু, এদিন মেয়রের আইনজীবী আদালতে বলেন, মীমাংসা করতে রাজি নন শোভন চট্টোপাধ্যায়। যদিও, রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিনও আদালতে জানান, এখনও মিটমাট করতে আগ্রহী মেয়র-পত্নী। দু’পক্ষের সওয়াল শুনে বিচারক নির্দেশ দেন, ৩ এপ্রিল শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদের মামলার চূড়ান্ত শুনানি। সেদিন স্ত্রী-র বিরুদ্ধে মেয়রের যা যা অভিযোগ, তার স্বপক্ষে নথি পেশ করতে হবে।

অন্যদিকে, গত ৭ নভেম্বর পর্ণশ্রী থানায় স্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছিলেন মেয়র। এদিন সেই মামলায় আলিপুর পুলিশ আদালতে হাজিরা দেন রত্না চট্টোপাধ্যায়। তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।