কলকাতা ও নয়াদিল্লি: রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। তার প্রাক্কালে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ডন-এর সাংবাদিকের কাছে ফিরহাদ যে মন্তব্য করেছেন তা ঘিরেই বিতর্কের সূত্রপাত।
ডন-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে পাকিস্তানের সাংবাদিককে ফিরহাদ বলেন, ‘আসুন আপনাকে কলকাতায় পাকিস্তানের ক্ষুদ্র সংস্করণ (মিনি পাকিস্তান) গার্ডেনরিচ এলাকা দেখাব’।
উল্লেখ্য, কলকাতা বন্দর আসন থেকে লড়াই করছেন ফিরহাদ। এই কেন্দ্রেরই অন্তর্ভূক্ত গার্ডেনরিচ। ডন-এর সাংবাদিক মালিহা হামিদ সিদ্দিকি ফিরহাদের নির্বাচনী প্রচার কভার করতে এসেছিলেন। এই সময়েই মন্ত্রী পাক সাংবাদিককে কলকাতায় ‘মিনি পাকিস্তান’ দেখানোর কথা বলেন।
ফিরহাদের এই মন্তব্য সংক্রান্ত প্রতিবেদন ডন-এর ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর ফেসবুকে প্রচুর লাইক পড়েছে। এরইসঙ্গে তাঁর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। রাজ্য-রাজনীতিতেও শোরগোল পড়েছে।
বিজেপি ফিরহাদের এই মন্তব্য ভোটে মেরুকরণ ঘটানোর চেষ্টা বলে অভিযোগ এনেছে। ফিরহাদকে তৃণমূল থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছে বিজেপি। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান।
কলকাতায় ‘মিনি পাকিস্তান’! পাক সাংবাদিককে ফিরহাদের মন্তব্য ঘিরে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2016 05:36 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -