কলকাতা: ডিসেম্বরের শুরুতেই বাড়ল মধ্যবিত্তর যন্ত্রণা। এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা।


গত জুলাইতে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল গ্যাসের দাম। গত ফেব্রুয়ারিতে ১৪৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেটাই এবছরের সর্বোচ্চ দামবৃদ্ধি।


এদিকে, কলকাতায় আজ পেট্রলের দাম লিটারে ১৫ পয়সা ও ডিজেলের দাম লিটারে ২৩ পয়সা বেড়েছে। আজ কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮৪.০২ টাকা। ডিজেলের দাম ৭৬.২২ টাকা। গতকাল কলকাতায় এক লিটার পেট্রলের দাম ছিল ৮৩.৮৭ টাকা, ডিজেলের দাম ছিব ৭৫.৯৯ টাকা।