আবীর দত্ত, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে দু-দুটি দুর্ঘটনা মা- ফ্লাইওভারে। সোমবার দুপুর ২টোয় মা ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩৫ বছরের এক তরুণের। ফোন আসায় স্কুটার দাঁড় করিয়ে মোবাইলে কথা বলার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি।গাড়ির ধাক্কায় উড়ালপুলের বাইরে ছিটকে গিয়ে নিচে আছড়ে পড়েন সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মৈত্র।


তারপর ২৪ ঘণ্টাও কাটল না। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট। ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে।পার্কসার্কাস থেকে এসএসকেএম-মুখী এজেসি বোস উইং।
মা ফ্লাইওভারের ওই পথ ধরে বাইকে অফিস যাচ্ছিলেন প্রশান্ত নামের এক যুবক। তাঁর সামনে থাকা একটি অ্যাপক্যাব আচমকা ব্রেক কষে পিছোতে শুরু করে।
অভিযোগ, ওয়ান ওয়ে উইংয়ের মধ্যেই ট্রাফিক বিধি না মেনে পিছনোর চেষ্টা করে অ্যাপক্যাবটি। তা দেখে আগাম বিপদ আঁচ করে বাইক থেকে লাফ দেন চালক।

ঠিক তারপরেই বাইকে ধাক্কা মারে অ্যাপক্যাবটি। ভেঙে যায় বাইকের সামনের অংশ। বাইক চালক জানিয়েছেন, হঠাত্ দেখি ব্রেক করে ব্যাক করতে শুরু করল। গতকাল দুর্ঘটনা ঘটেছিল। আজও সেরকম হতে পারত। আতঙ্কিত বোধ করছি।
সোমবার মুহূর্তের ভুলে প্রাণ হারাতে হয়েছে অরিজিৎ মৈত্রকে। মঙ্গলবার মুহূর্তের উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেলেন প্রশান্ত। চলার পথ যেন মৃত্যুফাঁদ।

গতকাল সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মৈত্র মা উড়ালপুলের উপর দিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন হবু স্ত্রী দ্যুতি পাল।
একমাসের মধ্যেই তাঁদের বিয়ে। কিন্তু, তার আগেই পথে যে কী বিপদ অপেক্ষা করে রয়েছে, তা আঁচ করতে পারেননি কেউ। পুলিশ সূত্রে দাবি,
ফোন আসায় উড়ালপুলেই স্কুটার দাঁড় করিয়ে ফোন ধরতে যান অরিজিৎ।
তখনই পিছন থেকে একটি গাড়ি থেকে স্কুটারে ধাক্কা মারে। উড়ালপুল থেকে ছিটকে সোজা নীচে আছড়ে পড়েন অরিজিৎ।

জানা গেছে, বাইক থামিয়ে অসতর্ক হয়ে ফোন ধরতে যান ওই যুবক। তখনই পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। সঙ্গে উড়ালপুল থেকে ছিটকে পড়েন যুবক। মোটরবাইকটি উপরেই পড়ে থাকে। পিছনে সঙ্গী ছিলেন, তিনি ফ্লাইওভারের উপর পড়ে যান।