কলকাতা:  নোট বাতিল কাণ্ডে দিল্লির পর এবার কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতি দেখতে দিল্লি থেকে ফিরেই ফের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী। খবর নিতে গেলেন আরবিআই-এর সামনে। গেলেন ক্যানিং স্ট্রিট-বড়বাজারে। কথা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে।

কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত তিনি মানবেন না। তাঁর দাবি, ৫০০ টাকা নিয়ে রাজ্যের সঙ্গে বৈষম্য চলছে, অন্য রাজ্যে ৫০০-র নোট দেওয়া হলেও, রাজ্যে হয়নি। ছাত্ররা স্কুল-কলেজে ফি দিতে পারছে না, রবি শস্য উত্পাদন ব্যাহত হচ্ছে, মানুষ খাবে কী? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর দাবি, ভারতে কোথাও নোট মজুত নেই, প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনও ব্যবস্থা নেই। কেন্দ্রকে জনবিরোধী বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারকে লুঠেরা বলে তোপ দাগেন তিনি।

নোট বাতিলকাণ্ডে ট্যুইটারেও আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলাতেও বিধিনিষেধ জারি হয়েছে। সাধারণ মানুষের টাকা সুরক্ষিত আছে তো? গোটা দেশ জানতে চাইছে। গ্রামের মানুষ কাঁদছে। কৃষকরা কাঁদছে। মানুষ খাবে কী? প্লাস্টিক?





 



মুখ্যমন্ত্রীর দাবি, মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে ২ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা জিডিপি-র লোকসান হবে, সঙ্কটে চা-চট শিল্প। মুখ্যমন্ত্রী মনে করেন এটা গোটা দেশের সমস্যা, অবিলম্বে নোট বাতিল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।

বাজারে স্থিতাবস্থা আনতে পুরনো ৫০০-র নোট চালু হোক, দেশ দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে, দাবি মমতার। তিনদিন সময় দিয়েছেন, নোট বদলের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি মমতার।