তিনি ট্যুইট করেছেন, সোস্যাল মিডিয়ায় সুষমা স্বরাজজী সম্পর্কে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, তার কঠোর নিন্দা করছি। উনি একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব। সবসময় পরস্পরকে শ্রদ্ধা করা উচিত আমাদের, কখনই কোনও ধরনেরই কটু বাক্য, কুবাক্য প্রয়োগ করা উচিত নয়।
বিকাশ মিশ্র নামে লখনউয়ের পাসপোর্ট সেবাকেন্দ্রের এক কর্মীকে ওই ভিনধর্মী দম্পতিকে অপমান, হেনস্তার অভিযোগে বদলি করার পর থেকেই সুষমার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের ফোয়ারা ছোটে অনলাইনে। বিকাশ পাসপোর্ট রিনিউয়ের আবেদন করা ওই দম্পতিকে ধর্মীয় পরিচয় নিয়ে খোঁটা দেন, আপত্তিকর প্রশ্ন করেন বলে অভিযোগ উঠেছে। ওই দম্পতির দাবি, একজন মুসলিমকে কেন বিয়ে করেছেন, মেয়েটির কাছে জানতে চান বিকাশ আর ছেলেটিকে হিন্দুধর্ম গ্রহণের পরামর্শ দেন।
কিন্তু বিকাশের পক্ষ নিয়েই সোস্যাল মিডিয়ায় একাংশ নিশানা করে সুষমাকে। যাচ্ছেতাই মন্তব্য করে তাঁর উদ্দেশ্যে। বিকাশ ঠিকই করেছেন, কেন তাঁকে বদলি করা হল, সেই প্রশ্ন তুলে সুষমার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করা হয়।
পাল্টা সুষমা সেই আপত্তিকর ট্যুইটের অনেকগুলি রিট্যুইট, লাইক করেন। ট্যুইটারে পোলও করেন, ওইসব আক্রমণাত্মক মন্তব্য সমর্থনযোগ্য কিনা। ৫৭ শতাংশ সুষমাকে সমর্থন করে, ৪৩ শতাংশ তাঁকে নিশানা করে ট্রোলিং সমর্থন করে।
সুষমাকে ট্রোলিং করা অন্যায় হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও। সুষমাকে সোস্যাল মিডিয়ায় আক্রমণের ব্যাপারে এই প্রথম বিজেপির বড় মাপের কেউ প্রতিক্রিয়া দিলেন। রাজনাথ বলেছেন, যা চলছে, সেটা অন্যায়। রাজনাথ মিডিয়াকে বলেন, তাঁকে কীভাবে গালিগালাজ করা হচ্ছে জানিয়ে গত সপ্তাহে তিনি প্রথম ট্যুইট করার পরই ওনার সঙ্গে কথা বলি। জানান, মুখোমুখি দেখা হলেও সুষমার কাছে এ ব্যাপারে খোঁজখবর নেন, সমবেদনা প্রকাশ করেন।