কলকাতা: সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ ৫০ শতাংশেরও বেশি বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘শাবাশ! নোট বাতিল? সুইস ব্যাঙ্কে অর্থ বাড়ছে, ভারতের কমছে।’



সুইস ন্যাশন্যাল ব্যাঙ্ক জানিয়েছে, ২০১৭ সালে ভারতীয়দের জমা দেওয়া অর্থ ৫০ শতাংশেরও বেশি বেড়ে হয়েছে ১.০১ বিলিয়ন সুইস ফ্রাঁ। যা ভারতীয় মুদ্রায় ৭,০০০ কোটি টাকা। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই বিরোধী দলগুলি মোদী সরকারের সমালোচনা শুরু করেছে। মমতাও কেন্দ্রকে তোপ দেগেছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যখন আর্থিক মন্দার মুখে পড়েছে, তখন সুইস ব্যাঙ্কে ভারতীয়দের আমানত বৃদ্ধির সমালোচনায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের কথা ঘোষণা করার পর থেকেই বিভিন্ন সময়ে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মমতা। তিনি আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র বিরুদ্ধে ফেডেরাল ফ্রন্ট গড়ার ডাক দিয়েছেন। এই পরিস্থিতিতে সুইস ব্যাঙ্কের তথ্য তাঁর হাতে নয়া অস্ত্র তুলে দিয়েছে।