কলকাতা: রোগীমৃত্যু ঘিরে ফের তুলকালাম কলকাতার হাসপাতালে! ফের উঠল ভুল চিকিৎসার অভিযোগ! হাসপাতাল চত্বরে বিক্ষোভ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মৃতের আত্মীয়দের!
৫ অগাস্ট সকালে জ্বর ও কিডনির সমস্যা নিয়ে নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি হন বেহালার কাছে জিঞ্জিরাবাজারের বাসিন্দা বিজয়কুমার কুর্মি।
পরিবারের অভিযোগ, ভর্তির পর ডায়ালিসির শুরু হলে রোগীর অবস্থা আরও খারাপ হয়। বিকেলের দিকে জ্বর আরও বাড়ে। তা সত্বেও রোগীকে বাড়ি ফিরিয়ে নিতে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।
সেই মতো রোগীকে বাড়ি নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতে অবস্থার অবনতি হওয়ায় ফের ওই হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। অভিযোগ, রোগীকে প্রথমে ভর্তিই নিতে চায়নি হাসপাতাল। বারবার অনুরোধ করায় গভীর রাতে রোগীকে ভর্তি নেওয়া হয়।
রোগীকে ভেন্টিলেটরে রাখা হলেও সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ পরিবারের। এদিন সকালে হাসপাতালের তরফে পরিবারকে মৃত্যুসংবাদ দেওয়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
উত্তেজিত পরিবারের সদস্যদের রোষ আছড়ে পড়ে হাসপাতালের মূল ফটকে। পুলিশ বাধা দেওয়ায় শুরু হয়ে যায় ধস্তাধস্তি! চিকিৎসকদের গ্রেফতারি চেয়ে শুরু হয় বিক্ষোভ।
বিক্ষোভকারীদের বোঝাতে গেলে পুলিশের সঙ্গেও বচসা বাধে। পরে পুলিশের মধ্যস্থতায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে মৃতের পরিবারের সদস্যরা।
ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। যদিও, গাফিলতির অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রোগী মৃত্যুকে ঘিরে নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2017 12:13 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -