ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনার টিকাকরণের জন্য কতটা প্রস্তুত রাজ্য? পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।


পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্সের তৈরি করোনা ভ্যাকসিন কোভো-ভ্যাক্স। ডিসেম্বরেই কলকাতায় কোভোভ্যাক্সের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর কথা। সোয়া ১ ঘণ্টার বৈঠকে রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তারা ও ট্রপিক্যাল মেডিসিনের কর্তাব্যক্তি সহ গবেষক ও চিকিৎসকরা। পাশাপাশি অনলাইনে বৈঠকে যোগ দেন বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, বৈঠকে আলোচনা হয় -পশ্চিমবঙ্গে কোন কোন ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হতে পারে? টিকা দেওয়ার জন্য রাজ্যের পরিকাঠামো কতটা প্রস্তুত? এবিষয়ে কোন কোন দিকে আরও উন্নতি করতে হবে? করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ কীভাবে করা হবে? টিকা সম্পূর্ণভাবে রাজ্যে চলে এলে তার বণ্টন কীভাবে হবে? টিকা কোথায় সংরক্ষণ করে রাখা যাবে? টিকা সংরক্ষণের জন্য নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখে কলকাতা থেকে জেলায়  কীভাবে পাঠানো যাবে?

দীর্ঘ ৮ মাস ধরে লড়াই চলছে কোভিড-১৯-এর বিরুদ্ধে। কিন্তু এখনও আসেনি কোনও ভ্যাকসিন। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৭১৫ জনের। মোট আক্রান্ত ৯৩ লক্ষ ৯ হাজার ৭৮৮।  এই প্রেক্ষিতেই এদিনের আলোচনা।

সূত্রের খবর, স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে এই কোভো-ভ্যাক্সের ট্রায়াল হবে ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর। বৈঠকে বাগবাজারে স্বাস্থ্য দফতরে টিকা সংরক্ষণকেন্দ্র ও বিভিন্ন জেলার টিকা সংরক্ষণকেন্দ্রগুলির মানোন্নয়ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।