কলকাতা: সপ্তাহের প্রথম দিনই মেট্রো বিভ্রাট। ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হল যাত্রীদের।
মেট্রো সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ ব্রিজির আপ লাইনে দমদমমুখী একটি মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরিষেবা। আধ ঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা। এই সময়ের মধ্যে টালিগঞ্জ ও দমদমের মধ্যে পরিষেবা অবশ্য স্বাভাবিক ছিল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
রেকে যান্ত্রিক ত্রুটি, অফিসটাইমে আধঘণ্টা বন্ধ মেট্রো, যাত্রী দুর্ভোগ
Web Desk, ABP Ananda
Updated at:
05 Feb 2018 11:00 AM (IST)
ফাইল চিত্র
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -