কলকাতা: ভরসন্ধেয় বাগুইআটির জনবহুল এলাকায় তরুণীর শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগ। গ্রেফতার ২। বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ প্রফুল্ল কানন এলাকার একটি আবাসন থেকে বেরনোর সময় বছর কুড়ির ওই যুবতীকে চার মত্ত যুবক শ্লীলতাহানি ও জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। যুবতীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে, ২ যুবক পালিয়ে যায়। বাকি ২ জনকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। কাঁকুড়গাছির বাসিন্দা ওই ২ যুবককে পরে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।