কলকাতা: কসবা থানা লাগোয়া পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। বাধা দিলে পাম্পের ম্যানেজারকে মাটিতে ফেলে মারধর। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল তাণ্ডবের ছবি। গ্রেফতার ২ অভিযুক্ত।


সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, বাইকে করে পেট্রোল পাম্পে চড়াও বেশ কয়েকজন দুষ্কৃতী। ম্যানেজারকে ঘুষি, লাথি মারা হয়। তারপর বাইকে চড়ে উধাও হয়ে যায় তারা। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য কসবায়।

ম্যানেজারের দাবি, শনিবার রাত ৩ টে নাগাদ পেট্রোল পাম্পে তাণ্ডব চালায় জনা ১২ জন দুষ্কৃতী। টাকা না দিয়ে পাম্প থেকে তেল ভরতে শুরু করলে বাধা দেন তিনি। তখনই শুরু হয় মারধর।

কসবা থানা থেকে পাম্পের দূরত্ব বড়জোর ১০০ মিটার। সেখানে যেভাবে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন পাম্পের মালিক। পেট্রোল পাম্পের মালিক অরিন্দম নন্দী বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কীভাবে পাম্প চালাব সেটাই এখন বড় ব্যাপার। আমার তো মনে হয়, লুঠের উদ্দেশ্যেই এসেছিল তারা।’

পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই কসবা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।