কলকাতা: ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এবার রেড রোডে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ মে শপথগ্রহণ অনুষ্ঠান।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ দেশের একাধিক প্রথম সারির নেতা, নেত্রীদের।
আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত।
তবে জানা গিয়েছে, আমন্ত্রিতদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি।
মমতার শপথগ্রহণ: আমন্ত্রণ মোদী, সনিয়া সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2016 01:12 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -