কলকাতা: মহম্মদ সামি-হাসিন জাহান মামলায় আইনজীবীর উপস্থিতিতে সমঝোতা বৈঠকের ইঙ্গিত। আজ সকালে হাসিনের আইনজীবীর সঙ্গে একদফা কথা বলেন সামির পরিবারের সদস্যরা। এরপর আইনজীবীর সঙ্গে দেখা করতে আসেন হাসিন জাহান। পরে সামির পরিবারের সদস্যদের সঙ্গে হাসিনের আইনজীবীর আরেক দফা বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। এদিকে, ভারতীয় পেসারের দুবাই-বাসের রহস্য জানতে বিসিসিআই-কে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার সময় সামি দুবাইতে ছিলেন বলে অভিযোগ সামির স্ত্রী হাসিন জাহানের। অভিযোগ, দুবাইয়ের ভিসা করানোর কথা স্ত্রীর কাছে গোপন করেন সামি। সেখানে এক পাক তরুণীর সঙ্গে ছিলেন ভারতীয় পেসার। স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতেই এবার সামির দক্ষিণ আফ্রিকা সফর শেষে ভারতে ফেরার রুট জানতে চেয়ে বিসিসিআই-কে চিঠি দিয়েছে লালবাজার।