কলকাতা: বরানগরে ভর সন্ধেয় যুবক খুন। নেপথ্যে তোলাবাজি, না কি ব্যবসা সংক্রান্ত বিবাদ? উত্তর খুঁজছে পুলিশ।


 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কার্তিক প্রসাদ। বয়স ৪০। সোমবার সন্ধেয় রিকশায় চেপে বরানগরের দর্জিপাড়ার ফ্ল্যাটে ফিরছিলেন কার্তিক। কিছুক্ষণবাদে রিকশচালক তাঁর বাড়িতে গিয়ে খবর দেন, কার্তিককে কয়েকজন গুলি করেছে। তাঁকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

 

কিন্তু, জনবহুল এলাকায় কীভাবে এই বেপরোয়া দুষ্কৃতী রাজ? কোন সাহসে ভর সন্ধেয় এই কাণ্ড ঘটাল দুষ্কৃতীরা? নেপথ্যে কী রয়েছে? কার্তিক কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির লোহার ছাঁট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর পরিবারের দাবি, বেশকিছুদিন ধরেই কার্তিকের কাছ থেকে টাকা চাইছিল কিছু লোক। তারাই খুন করতে পারে।

 

অভিযুক্তদের এখনও কোনও খোঁজ নেই। যে রিকশাচালক কার্তিককে গুলি করা হয়েছিল বলে তাঁর পাড়ায় গিয়ে খবর দিয়েছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে পুলিশ।