কলকাতা: গড়িয়ার বোড়ালে ছাত্রীর রহস্যমৃত্যু। নিজের ঘর থেকেই উদ্ধার ঝুলন্ত দেহ। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর নাম মনীষা সাহা।

মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধেয় মনীষার মা বাজারে যান। বাড়িতে সেই সময় একাই ছিলেন মনীষা। একঘণ্টা পর তাঁর মা ফিরে এসে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও ওই ছাত্রীর সাড়া মেলেনি বলে দাবি পরিবারের। পরে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে মনীষার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।