কলকাতা: সিপিআই (এমএল) রেডস্টার নেতা অলীক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের। অলীককে জেরা করার জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়েছিল সিআইডি। সেই অনুমতি মঞ্জুর করা হয়েছে। আদালতের নজরদারিতে অলীকের চিকিৎসা করানোর নির্দেশও দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করা যেতে পারে।

আজ শুনানিতে অলীকের আইনজীবী সুশীল চক্রবর্তী দাবি করেন, লিভারের সমস্যায় ভুগছেন তাঁর মক্কেল। মাঝেমাঝে রক্তক্ষরণও হয়। গ্রেফতারির পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও কোনও ওষুধ খেতে দেওয়া হয়নি। পাশাপাশি, অলীককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তাঁর আইনজীবী। মেডিক্যাল রিপোর্টে অলীকের পরিবর্তে অজিত চক্রবর্তীর নাম লেখা নিয়ে প্রশ্ন তোলেন সরকারি আইনজীবী। এরপরই জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।