কলকাতা: শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বার ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম অর্পিতা চট্টোপাধ্যায়। মানিকতলার কাছে হরিতকি বাগান লেনে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ।
এ বছরের জানুয়ারিতে শঙ্খদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অর্পিতার। স্থানীয় একটি নার্সিংহোমের নার্স ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানান তরুণীর স্বামী।
পরিবারের দাবি, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বনিবনা হচ্ছিল না তরুণীর। তাদের দাবি, এই ঘটনা আত্মহত্যা নয়। মৃতের মায়ের অভিযোগ, মেয়েকে ফোনে পাচ্ছিলাম নাজামাই নানারকম বলছিল। শেষে বলে আত্মহত্যা করেছে। আরেক আত্মীয়ের দাবি, অর্পিতা তাঁকে বলেছিলেন, মরে যাব, আমাকে পাবি না।
শুক্রবার সকালে অর্পিতার মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্বশুরবাড়িতে হাজির হন বাপের বাড়ির লোকজন। শুরু হয় বাগবিতণ্ডা। যদিও মৃতের শ্বশুরবাড়ির দাবি, দম্পতির মধ্যে বড় কোনও সমস্যা ছিল না। মৃতের শাশুড়ির দাবি, ছেলের সঙ্গে টুকটাক সমস্যা হত। কিন্তু, বড় কিছু নয়।
বড়তলা থানায় স্বামী-সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
মানিকতলায় বিয়ের সাত মাসের মধ্যে অন্তঃসত্ত্বার রহস্যমৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2017 02:04 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -