হাওড়া:  হাওড়া স্টেশনের নয়া মুকুট। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর গভীরতম স্টেশনের শিরোপা পেতে চলেছে হাওড়া স্টেশন। মাটির ৩০ মিটার নিচে তৈরি হবে এই স্টেশন। মিলেছে রেলওয়ে বোর্ডের স্বীকৃতি।

গঙ্গার ৩৭ মিটার নিচে থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন। রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের ১৬ এবং ১৭ নম্বর প্ল্যাটফর্মের নিচে তৈরি হচ্ছে এই স্টেশন। এর আগে মাটির নিচে গভীরতম স্টেশন ছিল দিল্লির হজ খাস মেট্রো স্টেশন। যার গভীরতা ছিল মাটির ২৯ মিটার নিচে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশনে থাকছে ৩৯টি স্বয়ংক্রিয় দরজা, ৩৮টি টোকেন কাউন্টার, ২৮টি এসক্যালেটর, ৭টি এলিভেটর ও ২০০টি ভেন্টিলেশন ফ্যান। প্রয়োজনে প্ল্যাটফর্মের কাছে যাতে অ্যাম্বুল্যান্স নামানো যায়, থাকছে সেই ব্যবস্থাও।