কলকাতা: ২০১৪ সালের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লক্ষ ৪২ হাজার। ২০১৫-তে তা কমে দাড়ায় ১০ লক্ষ ৩২ হাজারে। পরের বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ১১ লক্ষ ৪৭ হাজার। কিন্তু চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ১০ লক্ষ ৭২ হাজার ছাত্রছাত্রী। অর্থাৎ আগের বছরের তুলনায়, এ বছর পরীক্ষার্থী কমেছে ৭৫ হাজার।


যদিও, একে গুরুত্ব দিতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু, পরীক্ষার্থীর সংখ্যা এত কমল কেন? এ বছর নতুন সিলেবাসে প্রথম মাধ্যমিক। নিয়ম অনুযায়ী, একবার মাধ্যমিকে অকৃতকার্য হলে, আরও তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, বিগত দিনে অকৃতকার্যদের পাশের হার যেভাবে বেড়েছে, তা এবছর পরীক্ষার্থী কমার একটা বড় কারণ।

এ বছর থেকে মাধ্যমিকে প্রশ্নপত্রেও নয়া ধারা। ৯০ নম্বরের লিখিত পরীক্ষার ৪০ শতাংশই থাকছে মাল্টিপল চয়েস বা এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। একই প্রশ্নপত্রে রাজ্যজুড়ে পরীক্ষা। স্বাভাবিকভাবে বাড়তি সতর্ক পর্ষদ। প্রতি পরীক্ষা কেন্দ্রে এবার থাকছেন অতিরিক্ত একজন শিক্ষক পরিদর্শক।

ভাঙচুর বন্ধে বুধবার বিধানসভায় পাস হয়েছে বিল। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনওপ্রকার সম্পত্তি নষ্ট রুখতে পদক্ষেপ করেছে পর্ষদও। বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন ভাঙচুর বা সম্পত্তি নষ্টের ঘটনা ঘটলে অভিযুক্তরা যে স্কুলের ছাত্রছাত্রী, সেই স্কুলকেই ক্ষতিপূরণ দিতে হবে।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি। চলবে ৩ মার্চ পর্যন্ত।