কলকাতা: আর জি কর হাসপাতাল চত্বরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডাক্তারি ও নার্সিং পড়ুয়াদের দাবি, তিন মাসে আক্রান্ত প্রায় ৬০ জন। আতঙ্কের কিছু নেই, আশ্বাস পুরসভার।


স্বাস্থ্য ভবনের পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মিলেছিল ডেঙ্গির মশার লার্ভা। এবার ডেঙ্গি থাবা বসাল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে!

ডাক্তারি ও নার্সিং মিলিয়ে এখানে আবাসিক পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো। জুলাই থেকে এঁদের অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত। মাঝে রোগের প্রকোপ কিছুটা কমলেও, ফের দাঁত-নখ বের করেছে ডেঙ্গি!

পড়ুয়াদের দাবি, গত তিন মাসে প্রায় ৬০ জন ডেঙ্গিতে আক্রান্ত। রোগীদের তালিকায় নার্সিং ও ডাক্তারি পড়ুয়াদের পাশাপাশি রয়েছেন অধ্যাপকরাও।

ডেঙ্গি যেভাবে ছড়াচ্ছে সে প্রসঙ্গে চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া দেবকুমার মণ্ডলের দাবি, দমদম থেকে আক্রান্তরা আসছে, মেডিসিন ওয়ার্ডে ভর্তি, সেখান থেকেই ছড়াচ্ছে রোগ। নন্দিতা ভট্টাচার্য, আর জি করের ইন্টার্নের দাবি, ওয়ার্ডে রোগীদের গাদাগাদি করে রাখা। মশারি ব্যবহার করা যাচ্ছে না। ফলে সংক্রমণ ছড়াচ্ছে।

পড়ুয়াদের অনুমান, ওয়ার্ড থেকেই সংক্রমণ ছড়াচ্ছে। যদিও তা মানতে নারাজ পুরসভা।পুরসভা বলছে ভয়ের কিছু নেই, কিন্তু তাতে আশঙ্কাটা কিছুতেই যাচ্ছে না।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে,  পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত। ক্যাম্পাসের মধ্যে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপই নেওয়া হয়।

পুরসভার মতো মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও বলছে, পরিস্থিতি উদ্বেগজনক নয়। কিন্তু পড়ুয়াদের একটা বড় অংশের যা বক্তব্য, তাতে কিন্তু উদ্বেগটা থেকেই যাচ্ছে।