কলকাতা:  রামনবমীর মিছিলে ছোটদের হাতে অস্ত্র, তরোয়াল নিয়ে মিছিলে ক্ষুদেরা। এই ঘটনার  তীব্র নিন্দায় সরব হল বিদ্বজ্জনেরা। শিশুমনে হিংসা ঢুকিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ বিদ্বজ্জনদের। অভিযোগ খারিজ বিজেপির। তাঁদের দাবি, এটা ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য। প্রসঙ্গত, অস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে অন্যায় কিছু দেখছে না বিজেপি। দলের রাজ্য সভাপতির দাবি, এটাই ভারতের ঐতিহ্য।

এদিকে আজও মুর্শিদাবাদের কান্দিতে রামনবমী উপলক্ষে ধর্মীয় সংগঠনের ব্যানারে অস্ত্র নিয়ে মিছিল হয়। মিছলকারীদের মুখে জয় শ্রীরাম স্লোগান শোনা গিয়েছে। গোটা কান্দি শহর পরিক্রমা করে এই মিছিল।