কলকাতা: সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে ফের সমর্থন জানালো বাংলাদেশ। একইসঙ্গে সন্ত্রাসবাদে মদত ও সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে বিচ্ছিন্ন করারও ডাক দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, পাকিস্তান সবদিনই সন্ত্রাসবাদীদের মদত ও আশ্রয় দিয়ে আসছে। আমরা মনে করি, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের বিচ্ছিন্ন করতে হবে। কোনও দেশে সন্ত্রাসবাদী হামলা কোনওভাবেই বরদাস্ত করা উচিত হয়। সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে।

সীমান্তপারের সন্ত্রাসবাদের অন্যতম শিকার ভারতের ক্ষোভ ও যন্ত্রনার প্রতি সহমর্মিতা জানিয়ে বাংলাদেশের মন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।  কামাল বলেন, ভারত ও বাংলাদেশ-উভয় দেশেই জঙ্গি হামলার উত্স পাকিস্তান। এজন্য সন্ত্রাসদমনে ভারত ও বাংলাদেশের অবস্থান একই। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক অতীতে বিভিন্ন জঙ্গি হামলায় পাকিস্তানের ভূমিকা প্রকাশ্যে এসেছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, উরির সেনা ছাউনি নৃশংস জঙ্গি হামলার পর ভারত সীমান্তপারের সন্ত্রাসের বাড়বাড়ন্তের কারণ দেখিয়ে সার্ক শীর্ষ সম্মেলন থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করে। ভারতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটানও সম্মেলন থেকে সরে আসার কথা ঘোষণা করেছিল।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা জলবন্টন চুক্তি ভবিষ্যতে বাস্তবে রূপ পাবে বলেও আশা প্রকাশ করেছেন। যদিও তিনি পরিষ্কার করে দিয়েছেন যে, দুই দেশের সম্পর্ক এই একটি চুক্তির ওপর নির্ভরশীল নয়। একইসঙ্গে তিনি বলেছেন, এই চুক্তির ক্ষেত্রে বিলম্ব বাংলাদেশের বিরোধী দল ও জামাতের মতো মৌলবাদী সংগঠনগুলিকে ভারত-বিরোধী মনোভাব উস্কে দেওয়ার কাজে সাহায্য করছে।