কলকাতা: # হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই ফিরল পঞ্চায়েত মামলা। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরাল ডিভিশন বেঞ্চ। প্রয়োজনে প্রতিদিন মামলার শুনানি, জানাল হাইকোর্টের ডিভিসন বেঞ্চ। প্রয়োজনে রোজ শুনানি করে দ্রুত নিষ্পত্তির অনুরোধ। পঞ্চায়েত মামলায় কাল সিঙ্গল বেঞ্চে শুনানি। পঞ্চায়েত ভোট কবে? সিদ্ধান্ত নেবে সিঙ্গল বেঞ্চ। তৃণমূলের আর্জি খারিজ, আমাদের নৈতিক জয়, রায়ের পর জানাল বিজেপি।


হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেস। সকাল সাড়ে ১০টায় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ের অপেক্ষা না করেই কেন ডিভিশন বেঞ্চে আবেদন, তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন বিচারপতিরা। এর উত্তর দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবিতে সহমত কমিশন? রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করে ডিভিশন বেঞ্চ। কমিশন জানায়, কয়েকটি দাবিতে তাঁরা সহমত।
পঞ্চায়েত আইন নিয়ে কমিশন সচিবকে প্রশ্ন করেন বিচারপতিরা। পঞ্চায়েত আইন সম্পর্কে ভাল জানেন না বলে জানান কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবের পঞ্চায়েত আইন জানা উচিত বলে মন্তব্য করে হাইকোর্ট।  একইসঙ্গে বিচারপতিরা কমিশনের কাছে জানতে চান, কবে শেষ হচ্ছে পঞ্চায়েতের ৫ বছরের মেয়াদ। উত্তরে কমিশন ও রাজ্য সরকার জানায়, অগাস্ট মাসে পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে। এরপর সবপক্ষের সওয়াল-জবাব শুনে আজই রায়দানের সিদ্ধান্ত নেয় হাইকোর্ট।
পাশাপাশি, সিঙ্গল বেঞ্চেও আজ দুপুর ২টোয় পঞ্চায়েত মামলার শুনানির কথা ছিল। ডিভিশন বেঞ্চের রায়দানের আগে মামলা শুনতে অস্বীকার করে সিঙ্গল বেঞ্চ। আগামীকাল দুপুর ২টো পর্যন্ত পিছোল সিঙ্গল বেঞ্চের শুনানি। ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদও আগামীকাল দুপুর ২টো পর্যন্ত বাড়ানো হল। পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে রাজ্য জুড়ে অশান্তির অভিযোগে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়। সোমবার পর্যন্ত ভোট প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে আদালতের সিঙ্গল বেঞ্চ।