এক্সপ্লোর
Advertisement
পণ্ডিতিয়া তাণ্ডব:গ্রেফতার বেড়ে ৮, হামলার নেপথ্যে কারা, এখনও ধোঁয়াশায় পুলিশ
কলকাতা: পণ্ডিতিয়ায় আবাসনে ভাঙচুরকাণ্ডে গ্রেফতার আরও ৪। ধৃতের সংখ্যা বেড়ে ৮।
রবিবার ভোররাতে এক বিলাসবহুল গাড়ির সঙ্গে স্কুটির ধাক্কা লাগে। মৃত্যু হয় এক যুবকের। তারপর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
বিলাসবহুল আবাসনের ভিতরে ঢুকে তাণ্ডব চালানো হয়, গুঁড়িয়ে দেওয়া হয় ৭৮টি দামি গাড়ি।
মেয়র পারিষদ দেবাশিস কুমারের গাড়ির পাশাপাশি বাদ যায়নি নিরাপত্তারক্ষীদের ঘরও।
রবিবার, সাত-সকালে এরকমই তাণ্ডবের সাক্ষী হন পণ্ডিতিয়া রোডের এই আবাসনের বাসিন্দারা।
কিন্তু কীভাবে দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদ ক্ষোভের আগুনের চেহারা নিল?
কারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এই গুন্ডামিতে?
তাদের আসল উদ্দেশ্যই বা কী ছিল?
এই সব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে লেক থানার পুলিশ। আবাসনে ভাঙচুরের ঘটনায় সোমবার গ্রেফতার করা হয়,
সানু গুপ্ত এবং বান্টি গুপ্তকে। দু’জনেই গড়চা সেকেন্ড লেনের বাসিন্দা। ধৃত অধীর সরকার এবং মণীশ সাউয়ের বাড়ি পণ্ডিতিয়া রোডেই।
এর আগে রবিবার গ্রেফতার করা হয় শক্তি সিংহ (পণ্ডিতিয়া রোড), রাজেশ চৌধুরী (পণ্ডিতিয়া রোড),অমৃতলাল যাদব (রিষড়া) এবং প্রকাশ রায়কে (হাজরা রোড)।
ধৃতদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, হুমকি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য!
প্রসঙ্গত, রবিবার যে ঘাতক মার্সিডিজ গাড়িটি স্কুটিতে ধাক্কা মেরেছিল, তার নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা ছিল ৬৯১১। গুজব রটে, এই সংখ্যার একটি গাড়ি আবাসনে রাখা রয়েছে।
এরপরই উন্মত্ত অবস্থায় আবাসনের পার্কিং লটে ঝাঁপিয়ে পড়ে একশো থেকে দেড়শো জন, প্রতিবাদের নামে চলে গুন্ডামি। একটি গাড়ি দুর্ঘটনা ঘটালেও, ভাঙচুর করা হয় ৭৮টি গাড়িতে। যেগুলির সঙ্গে দুর্ঘটনার দূরদূরান্তে কোনও সম্পর্কই ছিল না! স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি আবাসনে ঢোকার নেপথ্যে হামলাকারীদের অন্য কোনও উদ্দেশ্য ছিল?
সে কারণেই কি ‘দুর্ঘটনায় মৃত্যু’কে ঢাল হিসেবে খাড়া করা হয়েছিল? যাতে বিষয়টিকে জনরোষের তকমা দেওয়া যায়!
ভাঙচুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন আবাসনের বাসিন্দারা.....
যদিও লেক থানার তরফে দাবি করা হয়েছে,
রবিবার সকাল ৮.১৫ নাগাদ আবাসন থেকে ফোন এসেছিল। থানা থেকে আবাসনের দূরত্ব ১৫ মিনিট। খবর পাওয়ার পর যত দ্রুত সম্ভব পুলিশ সেখানে গিয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে পরে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।
কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছিল....
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement