প্যারাশ্যুট অ্যাডভান্সড বডি লোশন (পিএবিএল) কনফিডেন্স ইন মাই স্কিন ক্যাম্পেন জনমানসে সাড়া ফেলেছে। সমাজের খুঁটিনাটি বিচার কোনও মেয়ের তাঁর নিজেকে খুঁজে পাওয়ার পথে বাধা হতে পারে না- এই বার্তা প্রচারের জন্য চালু হয় আমাদের ক্যাম্পেন। উদ্দেশ্য ছিল সকলকে বুঝিয়ে দেওয়া যে, মেয়েদের ওপর আর বাধানিষেধ আরোপ করা যাবে না, তাঁরা সব সময় বিজয়ী, যে কোনও পরিস্থিতিতেই জয়ীর শিরোপা তাঁদের মাথাতেই থাকবে।
সেই লক্ষ্যে আমরা সফল। প্রেরণা জাগানো যে মহিলারা তাঁদের অভিজ্ঞতা ও জীবনের চলার পথের গল্প আমাদের জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ। সেই সব আত্মবিশ্বাসী মহিলাকে স্যালুট, যাঁরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছেন, কোনওভাবেই হেরে যাননি। ভারতীয় সমাজে তাঁরাই এনেছেন পরিবর্তন। তাঁদের দুঃসাহসী পদক্ষেপেই সমাজে মহিলাদের অবস্থান আরও উঁচুতে উঠেছে। যে নতুন ভারত সব লিঙ্গের মানুষের সমানাধিকারে বিশ্বাস করে, একইরকম জোরের সঙ্গে বক্তব্য রাখার অধিকারকে মেনে নেয়, সেই ভারতে আপনারাই পথপ্রদর্শক। সমাজ তাঁদের ছোট করার অনেক চেষ্টা করেছে কিন্তু তাতে তাঁদের পথ চলা থামেনি।
গোটা বিশ্বের এখন জানার সময় এসেছে, মহিলাদের দাবিয়ে রাখা যাবে না; তাঁদের মুক্তি দেওয়া হোক, নিজেদের পথ তাঁরা নিজেরাই গড়ে নেবেন।
জয়ীদের তালিকা তৈরি করা সত্যিই কঠিন ছিল। কিন্তু যাঁরা সেই জায়গায় পৌঁছেছেন, আক্ষরিক অর্থেই পরিবর্তন এনেছেন তাঁরা, সমস্তরকম বাধা বিপত্তি সত্ত্বেও। তাঁরাই এই কথা প্রতি পদে সত্যি করে চলেছেন, “যে হাত দোলনা দোলায়, সে হাতই বিশ্ব শাসন করে”।
এবার সেই সব গল্পের চলচ্চিত্রায়নের সময়।


[embed]