কলকাতা: খারিজ জামিনের আর্জি। ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান ও আরেক অভিযুক্ত আলি খানের।
শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় কাদের খান ও আলি খানকে। শুনানির শুরুতে অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন করে বলেন, তদন্তে কোনও অগ্রগতি হয়নি। তাই ধৃতদের জামিন দেওয়া হোক। যদি জামিন না হয়, তাহলে দু’জনকেই রাখা হোক দমদম সংশোধনাগারে।
জামিনের আবেদন খারিজ করে বিচারক অমিতাভ দাস বলেন, ধৃতদের কোন সংশোধনাগারে রাখা হবে তা প্রশাসন ঠিক করবে। সরকারি আইনজীবী বলেন, ধৃতদের টিআই প্যারেড করানোর অনুমতি দিক আদালত।
বিরোধিতা করে অভিযুক্তদের আইনজীবী বলেন, সংবাদমাধ্যমে বহুবার ধৃতদের ছবি দেখানো হয়েছে। তাই টিআই প্যারেডের কোনও প্রয়োজন নেই। ধৃতদের ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিএ টিআই প্যারেডের অনুমতি দেন বিচারক।
২০১২ সালের ৫ ফেব্রুয়ারি, পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের পরই গা ঢাকা দেয় কাদের ও আলি। বিভিন্ন জায়গায় বার বার হানা দিয়েও ব্যর্থ হলেও হাল ছাড়েনি কলকাতা পুলিশ। শেষ পর্যন্ত গত ২৯ সেপ্টেম্বর গ্রেটার নয়ডায় ধরা পড়ে কাদের খান ও আলি খান।
পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড: জেল হেফাজতে মূল অভিযুক্ত কাদের সহ ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2016 07:04 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -