কলকাতা: বি পি পোদ্দারের পর এবার পিয়ারলেস। ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুতে কেন্দ্র করে হাসপাতালে ধুন্ধুমার। মৃতের আত্মীয়দের কম্পিউটার ভাঙচুর।

আজ সকালে বাঘাযতীন বিদ্যাসাগরের বাসিন্দা ননীগোপাল চট্টোপাধ্যায়কে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। এরপরেই তাঁর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আত্মীয়দের কথা বলতে দেওয়া হয়নি। এরপরই তাঁরা হাসপাতালের কম্পিউটার ভাঙচুর করেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পঞ্চসায়র থানার পুলিশ। মৃতের ২ আত্মীয়কে আটক করা হয়েছে।