কলকাতা: সম্মানিত শঙ্খ ঘোষ। ২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি।
শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, ৮৪ বছর বয়সী শঙ্খ ঘোষের ঝুলিতে রয়েছে সাহিত্য অকাদেমি, দেশিকোত্তম, পদ্মভূষণ, রবীন্দ্র পুরস্কার-সহ একাধিক সম্মান। এবার তার সঙ্গে যুক্ত হল জ্ঞানপীঠ পুরস্কার। শঙ্খ ঘোষ সবসময়ই প্রচারবিমুখ। পুরস্কার প্রাপ্তির খবর পাওয়ার পরেও প্রতিক্রিয়াতে নীরবতা ভাঙেননি।
কবির কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য- দিনগুলি রাতগুলি, আদিম লতা- গুল্মময়, মুর্খ বড়, সামাজিক নয়, বাবরের প্রার্থনা, লাইনেই ছিলাম বাবা। ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’-এর মতো কবিতাপংক্তি বেরিয়েছে তাঁর কলম থেকেই।
সাহিত্যে সারা জীবনের অবদানের জন্য ১৯৬৫ সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়। শঙ্খ ঘোষের আগে আরও পাঁচ জন বাঙালি কবি-সাহিত্যিক এই পুরস্কারে সম্মানিত হয়েছেন৷ ১৯৬৬ সালের জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ১৯৭১ সালে কবি বিষ্ণু দে। ১৯৭৬ সালে প্রথম মহিলা সাহিত্যিক হিসেবে জ্ঞানপীঠ পান আশাপূর্ণা দেবী৷ ১৯৯০ সালে কবি সুভাষ মুখোপাধ্যায়। ১৯৯৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান মহাশ্বেতা দেবী।
এবার শঙ্খ ঘোষ। প্রায় দু'দশক পর এই পুরস্কার পাচ্ছেন কোনও বাঙালি সাহিত্যিক।