কলকাতা: শিলিগুড়ির বাগডোগরায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লুঠের ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। গতকাল চিতনা হাসান খান ওরফে হাসান শেখ নামে ওই অভিযুক্তকে শিয়ালদা স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

৪ মে বাগডোগরার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুঠ হয় কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ১টা নাগাদ খোলা জানালা দিয়ে দুষ্কৃতীরা ঢোকে। ১৬টি লকার ভেঙে লুঠ হয় ব্যাঙ্কের জিনিসপত্র। দুষ্কৃতীরা খুলে দেয় সিসিটিভির তার। ভেঙে দেয় বিপদঘণ্টি। ঘটনাস্থলে যায় সিআইডি। স্নিফার ডগ এনে চলে তদন্ত।