কলকাতা: সারদাকাণ্ডে নথি লোপাটের অভিযোগ তোলার জের। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। বিজেপির রাজ্য দফতরে ভাঙচুরের ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলতে গিয়ে তাঁকে নিশানা করেছিলেন বিজয়বর্গীয়। সেই ঘটনায় এবার আদালতের দ্বারস্থ হলেন পুলিশ কমিশনার।
শুক্রবার রাজীব কুমারের তরফে নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করেন সরকারি আইনজীবী তমাল মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ফৌজদারি দণ্ডবিধির ১৯৯ ধারার ২ ও ৩ উপ ধারা অনুযায়ী, পুলিশ কমিশনারের মতো সরকারি কর্মীদের হয়ে সরকারি আইনজীবীই মানহানির মামলা দায়ের করেন। বিচারক ‘মামলা বিচার্য বলে’ গ্রহণ করেছেন বলে জানান সরকারি আইনজীবী।
মানহানির মামলার প্রেক্ষিতে শনিবার কলকাতার পুলিশ কমিশনারকে ফের আক্রমণ করেছে বিজেপি। দলীয় নেতা সায়ন্তন বসু বলেন, রাজীব কুমারকে সম্ভবত সিবিআই ডাকতে চলেছে। সেই আতঙ্কেই মামলা করছেন। যা হবে, কোর্টে দেখা যাবে। আমাদের দলের অবস্থান, সারদা তদন্তের সিটে রাজীব কুমা সহ যাঁরা যাঁরা ছিলেন, তাঁদের সবার ভূমিকা সিবিআই খতিয়ে দেখুক। আমরা সিবিআইয়ের সঙ্গে দেখা করব।
রোজভ্যালিকাণ্ডে গত ৩ জানুয়ারি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। পরদিন বিজেপির রাজ্য দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে সুর চড়ায় বিজেপি। রাজীব কুমারের বিরুদ্ধে সারদাকাণ্ডের নথি নষ্টের অভিযোগ তোলেন বিজয়বর্গীয়। বলেন, বিজেপির অফিস ভাঙছে। সিপি কিছুই করছে না। এখানে জানতে পারলাম সেই সিপি, যে সারদার নথি সরিয়েছিল। সিপির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানাব।
এই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজীব কুমার। আগামী ৭ মার্চ বিজয়বর্গীয়কে হাজিরার নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত।
সারদা-নথি লোপাটের অভিযোগ তোলার জের, বিজয়বর্গীয় বিরুদ্ধে মামলা পুলিশ কমিশনারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2017 08:02 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -