কলকাতা: মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজনীতির কড়াই ফুটছে। রান্নাঘরে কিন্তু আঁচ কমেনি। কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলুর দাম দীর্ঘদিন ধরে কেজি প্রতি ২০ টাকা থাকলেও, গত দু’এক দিনে তা বেড়ে আবার ২২ টাকা হয়েছে। ১ কেজি চন্দ্রমুখীর দাম ২৪-২৬ টাকা।

সম্প্রতি কেজি প্রতি ১৪ টাকা দরে আলু দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কয়েকটি বাজারে তা মিললেও, বেশ কিছু বাজারে সেই সস্তার আলু পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

ডালের বাজারও দীর্ঘদিন ধরেই চড়া। দাম কমার নাম নেই। এখন প্রতি কেজি মুগ ডালের দাম ১১০ থেকে ১৫০ টাকা। মুসুর ১০০ থেকে ১১০। অড়হর ১৩০ থেকে ১৫০। গোটা ছোলা ১০০। কাবলি ছোলা ১৬০। ছোলার ডাল ১১০ থেকে ১২০ এবং বিউলির ডালের দাম ঘোরাফেরা করছে ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে।

সব্জি কিনতে গেলেও মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়।

কেজি প্রতি পটলের দাম ২৫ থেকে ৩০ টাকা।

ঢ্যাঁড়শ ২০ থেকে ৩০

ঝিঙে ২৫ থেকে ৪০

উচ্ছে ৩০ থেকে ৪০

টমেটো বিকোচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে।

মাছও কম যায় না। আধ কেজি ওজনের ইলিশ হলেই ৫০০ থেকে ৬০০ টাকা হাঁকছেন বিক্রেতারা। এক কেজি পেরোলে ১২০০ থেকে ১৫০০টাকা। কাটা রুই ও কাতলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে বাজার থেকে অনেককেই ব্যাজার মুখে বাড়ি ফিরতে হচ্ছে। তাঁদের প্রশ্ন একটাই, মূল্যবৃদ্ধি ইস্যুকে সামনে রেখে রাজনীতি তো হচ্ছে, কিন্তু, দাম কবে কমবে? আদৌ কমবে তো?