কলকাতা: ২০০ টাকা ছুঁইছুঁই ডাল। রেকর্ড ভাঙা দাম টমেটোর। নাগালের বাইরে যাচ্ছে মাছ, আলু, কাঁচা সবজি। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তর। পরিস্তিতি মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে বৈঠকে বসে টাস্ক ফোর্স। সূত্রের খবর, বৈঠকে ডাল, টম্যাটোর ঊর্ধ্বমুখী দাম নিয়ে অসন্তোষপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।  টাস্ক ফোর্সের সদস্যদের উদ্দেশে বলেন, সবাইকেই দায়িত্ব পালন করতে হবে। আমি বললেই হবে আর আমি না বললে হবে না, এটা ঠিক নয়। বাজারে নিয়মিত নজরদারি চালান। ফোড়েদের উপর নজর রাখুন।
পাশাপাশি টম্যাটো এবং ডালের ফলন বাড়ানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী! মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হওয়া টাস্ক ফোর্সের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘সুফল বাঙলা’ কাউন্টার থেকে ১৪ টাকা কেজি দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার। এমনকী, বাজারেও যাতে আলুর দাম ১৪-র মধ্যে থাকে, সেবিষয়েও উদ্যোগ নেবে তারা। নজর দেওয়া হবে ফলন বাড়ানোয়।
কিন্তু কেন বাড়ছে জিনিসপত্রের দাম? প্রশ্ন সাধারণ মানুষের। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, দাম কমানো তো রাজ্যেরও দায়, তারা কেন সেটা দেখছে না? প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপিও। মূল্যবৃদ্ধি নিয়ে আবার রাজ্যে তৃণমূল সরকারের দিকে আঙুল তুলছে বিরোধীরা। সেইসঙ্গে মোদি সরকারের দিকেও।
বিরোধীদের আক্রমণের জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের ভাষণ নিয়েই বিধানসভায় ১২ ঘণ্টা বিতর্ক হবে। তাতেই তো বিরোধীরা মূল্যবৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী হয়েও মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় নেমেছেন।