সল্টলেক: ভাড়াটের আত্মীয় হিসেবে বাড়িতে থাকতে শুরু করে, সেই বাড়িই হাতানোর চেষ্টা। সল্টলেকে বৃদ্ধ বাড়িওয়ালিকে খুনের হুমকি, নিগ্রহের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার।
সিডি ব্লকের একটি বাড়িতে অসুস্থ স্বামীর সঙ্গে থাকেন অবসরপ্রাপ্ত অধ্যাপিক, বৃদ্ধা, প্রতীমা চৌধুরী। একতলাটি ওমপ্রকাশ গুপ্ত নামে এক ব্যক্তিকে ভাড়া দেন। বৃদ্ধার দাবি,
২০১০ সালের নভেম্বরে ওমপ্রকাশ গুপ্ত নামে ওই ভাড়াটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু, এর বেশ কয়েক মাস আগে, ওই ভাড়াটে তাঁর আত্মীয় পরিচয় দিয়ে সুরেশ গুপ্ত নামে একজনকে রেখে দিয়ে যান। যিনি পেশায় প্রোমোটার।
অভিযোগ, দিন দিন ওই প্রোমোটারের চোখ রাঙানি বাড়তে থাকে।
গত বছর ১৮ই সেপ্টেম্বর, থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। কিন্তু, অভিযুক্ত প্রোমোটার তখনও বেপরোয়া। লোক নিয়ে এসে ফের তিনি হুমকি দেন বলে অভিযোগ। আবারও থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা।
অভিযোগকারী বৃদ্ধা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে, ওই প্রোমোটার-ভাড়াটেকে এলাকায় দেখা যাচ্ছিল না। সোমবার সল্টলেকের বাড়িতে আসতেই, তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।
সল্টলেকে ভাড়াটের আত্মীয় হিসেবে বসবাস, বৃদ্ধা বাড়িওয়ালিকে খুনের হুমকি, গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2017 07:13 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -