কলকাতা: সোমবার ভোর থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে অঝোরে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ এবং ওড়িশা উপকূলবর্তী অংশে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে আবহাওয়ার এই পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় এরকম পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পুজোর ছুটি শেষে আজই খুলছে সমস্ত সরকারি দফতর ও স্কুল-কলেজ। তাই সপ্তাহের প্রথম কাজের দিনের শুরুতে রাস্তায় ব্যাপক যানজটের আশঙ্কা। কলকাতার বিভিন্ন জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপর্যস্ত কলকাতা। ইতিমধ্যেই বি টি রোড, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে। পাতিপুকুর ও দমদম আন্ডারপাসেও একই পরিস্থিতি। বিভিন্ন রাস্তায় গাড়ির চাপ বাড়ছে। দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তাতেও জল জমতে শুরু করেছে। গড়িয়াহাট রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড, স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙেছে। একই ছবি ডিপিএস রোড এবং এনএসসি বোস রোডের সংযোগস্থলেও। স্বভূমির কাছে নারকেলডাঙা মেন রোডেও গাছ ভেঙেছে। এই পরিস্থিতিতে অফিস টাইমে ব্যাপক যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পথে নেমেছে পুলিশের ৫টি দল। বৃষ্টির ফলে দমদম বিমানবন্দরে উড়ান পরিষেবাও ব্যাহত হয়।
কলকাতার পাশাপাশি বৃষ্টি হচ্ছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। হাওড়া স্টেশনে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে হাঁটুজল। ফলে সেখানেও মানুষজন সমস্যায় পড়েছেন। হুগলির বেগমপুরে রেলের ওভারহেডের তারে ভেঙে পড়ে গাছ। ফলে অফিস টাইমে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। বেগমপুর স্টেশনের কাছেই দাঁড়িয়ে পড়ে পঞ্জাব মেল, কোলফিল্ড এক্সপ্রেস। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আপাতত আপ ও মিডল লাইন দিয়েই দু’দিকের ট্রেন চলাচল করছে। ফলে বেগমপুর স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় নিত্যযাত্রীদের।
নিম্নচাপের জেরে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2017 08:25 AM (IST)
ফাইল ছবি
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -