শনিবার ঘড়িতে তখন সন্ধে ছ’টা। আগের সপ্তাহে যে সময় আবেশ রক্তাক্ত অবস্থায় বহুতলের পার্কিং লটে পড়েছিল, এদিন ঠিক সেই সময়ে তার মৃত্যুর বিচারের দাবিতে মৌন মিছিল ফিরল লেক অ্যাভিনিউয়ে।
তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। বুকে ছিল ব্যাজ। মিছিলে কারোও মুখে স্লোগান না থাকলেও, মিছিলজুড়ে দাবি একটাই ‘সুবিচার’।
বিকেল পাঁচটা নাগাদ আবেশের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে মিছিলের সূচনা করেন তার মা রিমঝিম দাশগুপ্ত। তবে তিনি বা পরিবারের অন্যান্য সদস্য মৌন মিছিলে অংশ নেননি। লেক অ্যাভিনিউ থেকে হাজরা এবং সেখান থেকে আবেশের বাড়িতে ফিরে শেষ হয় মিছিল। ছিলেন পরিবারের বন্ধু এবং প্রতিবেশীরা। মিছিলে পা মেলান টালিগঞ্জের শিল্পী, বিদ্বজ্জন থেকে একাধিক মানবাধিকার সংগঠন।