কলকাতা: এয়ারপোর্টের ৩ নম্বর গেটের কাছে যশোর রোডে দুর্ঘটনা। আহত ৫ মাধ্যমিক পরীক্ষার্থী। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ অটোয় চড়ে পরীক্ষা দিতে যাচ্ছিল পাঁচজন। সেসময় অটোর পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। উল্টে যায় অটোটি। আহত হয় পাঁচ পরীক্ষার্থী।  যদিও আহত অবস্থাতেই আজ পরীক্ষা দিচ্ছে তারা।



এদিকে আজ সকালে উল্টোডাঙা থানার কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী প্রৌঢ়ার মৃত্যু। প্রৌঢ়াকে ধাক্কা মেরে পালানোর সময়ে ফের দুর্ঘটনা ঘটায় ওই গাড়িটি। লেক টাউনের দিকে ঘোরার সময়ে হাডকো মোড়ে রেলিংয়ে ধাক্কা গাড়ির। সেখানেই গাড়ি ফেলে পালায় চালক।

সকাল সাড়ে ৭টা নাগাদ খন্না থেকে হাডকো মোড়ের দিকে যাচ্ছিল গাড়িটি। সেসময় বছর ষাটের ওই মহিলাকে ধাক্কা মারে। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।