কলকাতা: লালবাজারে হাজিরা এড়ালেন রোজভ্যালি-তদন্ত থেকে সাসপেন্ডেড ইডি অফিসার মনোজ কুমার। চাইলেন আরেকটু সময়। তবে ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা। আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। রেকর্ড করা হয় বয়ান।
রোজভ্যালি কর্তার স্ত্রীর সঙ্গে একদা রোজভ্যালি-তদন্তের দায়িত্বপ্রাপ্ত ইডি অফিসারের এই সিসিটিভি ফুটেজ সামনে আসার পর তদন্ত শুরু করেছে লালবাজার এবং ইডি। এই প্রেক্ষিতে শুক্রবার রোজভ্যালি তদন্ত থেকে সাসপেন্ডেড ইডি অফিসার মনোজ কুমারকে লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশ। তলব করা হলেও এদিন লালবাজারে যাননি মনোজ কুমার। পুলিশ সূত্রে দাবি, মনোজ কুমার আরও কিছুটা সময় চেয়েছেন। একই আর্জি জানিয়ে আলাদা করে চিঠি দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মনোজকুমার যেদিন লালবাজারে হাজিরা এড়ালেন, সেদিনই ইডি-র তলবে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু হাজির হন সিজিও কমপ্লেক্সে। তবে নজর এড়াতে তিনি বোরখা পরে পিছনের দরজা দিয়ে ঢোকেন। শুভ্রাকে জেরা করেন তিন ইডি আধিকারিক। ইডি সূত্রে দাবি, শুভ্রার কাছে জানতে চাওয়া হয়, তদন্ত চলাকালীন শুভ্রা কুণ্ডুকে কোনওরকম ছাড় দেওয়া হয়েছে কিনা। রেকর্ড করা হয় বয়ান।