তল্লাশি চালানো হয় রোজভ্যালি-র কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু ও সংস্থার প্রাক্তন আধিকারিক রূপল কবিরাজের বাড়িতে। রূপলের আত্মীয়দের বাড়িতেও অভিযান চলে।
বৃহস্পতিবার সকালে ইডি-র একটি দল হানা দেয় সাউথ সিটি আবাসনে। সেখানে ১ নম্বর টাওয়ারের ৩৫ তলায় শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাট।
শুভ্রা না থাকলেও, ইডি-র অফিসাররা তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালান।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, রোজভ্যালির গয়না বিপণি অদ্রিজা জুয়েলারি থেকে প্রায় ৮০ লক্ষ টাকার অলঙ্কার নিয়েছিলেন শুভ্রা।সেই গয়না কোথায় গেল, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে ইডি সূত্রে খবর।
এদিন রোজভ্যালির প্রাক্তন আধিকারিক রূপল কবিরাজের বাড়িতেও তল্লাশি চলে। ইডি সূত্রে দাবি, এর আগে জেরায় সিবিআই-এর কাছে গৌতম দাবি করেছিলেন, রূপল এক ব্যবসায়ীর মাধ্যমে সিবিআই- এর সঙ্গে তাঁর সমঝোতা করিয়ে দেবেন, বলে রোজভ্যালি থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন। ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।
তদন্তকারীদের দাবি, তদন্তে দেখা গেছে ওই সময় রূপল প্রচুর টাকার সম্পত্তি কেনেন।
রোজভ্যালির টাকায় ওই সম্পত্তি কেনা হয়েছিল কি না, তা জানতেই এদিনের তল্লাশি বলে ইডি সূত্রে খবর।
ইডি সূত্রে খবর, কেন ভুয়ো জিডি দিয়েছিলেন রূপল? এই ভুয়ো জিডি তৈরিতে আর কেউ জড়িতে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।