দমদম:  দমদম বেদিয়াপাড়ার রবীন্দ্রনাথ ঠাকুর রোডে বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ৮-৯ মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন পেশায় ফোটোগ্রাফার সোমনাথ সরকার। প্রতিবেশীরা জানিয়েছেন, ৩-৪ দিন ধরে তাঁর দেখা মেলেনি। গতকাল সন্ধেয় বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বেরোনোয় বাড়ির মালিককে খবর দেওয়া হয়।

পরে দমদম থানার পুলিশ এসে তালা ভেঙে ঢুকে মেঝে থেকে সোমনাথবাবুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।