দমদম: দমদম বেদিয়াপাড়ার রবীন্দ্রনাথ ঠাকুর রোডে বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ৮-৯ মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন পেশায় ফোটোগ্রাফার সোমনাথ সরকার। প্রতিবেশীরা জানিয়েছেন, ৩-৪ দিন ধরে তাঁর দেখা মেলেনি। গতকাল সন্ধেয় বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বেরোনোয় বাড়ির মালিককে খবর দেওয়া হয়।
পরে দমদম থানার পুলিশ এসে তালা ভেঙে ঢুকে মেঝে থেকে সোমনাথবাবুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
দমদমে বাড়ি থেকে মধ্যবয়স্ক ফোটোগ্রাফারের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2018 11:41 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -