কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হবে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক প্রয়োগ। পিয়ারলেসের পর সাগর দত্ত মেডিক্যাল দ্বিতীয় হাসপাতাল যেখানে রুশ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে।


হাসপাতাল সূত্রে খবর, করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে সাগর দত্ত মেডিক্যালের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি।
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই হাসপাতালে রুশ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। ১০০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক করোনা টিকা।


প্রসঙ্গত, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পিয়ারলেসে শুরু হতে চলেছে রুশ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। গত ১৭ তারিখ এই ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে এথিক্স কমিটি।


হাসপাতাল সূত্রে খবর, দেশের ১৫টি কেন্দ্রে ‘স্পুটনিক ভি’-র ট্রায়াল হবে ১৫০০ জন মানুষের ওপর। কলকাতায় পরীক্ষামূলক টিকা দেওয়া হবে ১০০ জনকে। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই ভ্যাকসিন চলে আসবে।


ট্রায়ালের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর চিকিৎসক শুভজ্যোতি ভৌমিক। যে ১০০ জনকে পরীক্ষামূলক প্রতিষেধক দেওয়া হবে, তাঁদের ৭৫ জন জন পাবেন ভ্যাকসিন, ২৫ জন পাবেন ভ্যাকসিনের মতো নিরাপদ তরল প্ল্যাসিভো। এথিক্স কমিটির ছাড়পত্রের পর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।


এই রাজ্যে এই ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যস্থতাকারীর ভূমিকায় ক্লিনিমেট নামে একটি সংস্থা। ওই সংস্থার কর্ণধার স্নেহেন্দু কোনার জানিয়েছেন,
Drugs Controller General of India বা DCGI ছাড়পত্র দিলেই শুরু হয়ে ট্রায়াল। এই ভ্যাকসিন রাখতে হবে মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। হাসপাতালে সেই পরিকাঠামো রয়েছে। কোন কারণে, হাসপাতাল তা না করতে পারলে ক্লিনিমেটই ব্যবস্থা করবে।


ইতিমধ্যে নাইসেডে চলছে ‘COVAXIN’-এর ট্রায়াল। Indian Council of Medical Research বা ICMR এবং National Institute of Virology বা NIV-র সহযোগিতায় ‘কোভ্যাকসিন’ তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা Bharat Biotech।


ডিসেম্বরেই স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে ‘COVOVAX’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর কথা। পাশাপাশি, পিয়ারলেস ও সাগর দত্তে হবে ‘স্পুটনিক ভি’-র তৃতীয় পর্যায়ের ট্রায়াল।