কলকাতা: প্রয়াত সলিল চৌধুরীর স্ত্রী সঙ্গীতশিল্পী সবিতা চৌধুরী। বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার রাত দুটো নাগাদ বাড়িতেই তাঁর জীবনাবসান হয়।

জানুয়ারিতে সবিতাদেবীর ফুসফুস ও থাইরয়েডে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুম্বই। মে মাসে তাঁকে কলকাতায় আনা হয়। তাঁর ইচ্ছেতে তারপর থেকে বাড়িতেই চলছিল চিকিৎসা। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৪৫ সালে জন্ম সবিতা চৌধুরীর। সলিল চৌধুরীর স্ত্রী হিসেবে নয়, সঙ্গীত জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সবিতা। তাঁর গাওয়া বেশ কয়েকটি আধুনিক গান কয়েক দশক ধরে জনপ্রিয়। হিন্দি-বাংলা ছবিতে প্লে-ব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। সলিল চৌধুরীর কথা ও সুরেও তাঁর বেশ কয়েকটি হিট গান রয়েছে। সলিল-সবিতার চার সন্তান, অন্তরা, সঞ্চারী, সঞ্জয় ও ববি।