করোনা আতঙ্কে কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। রবিবারের জনতা কার্ফুর পর আজ মধ্যরাত থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের তালিকায় রয়েছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গও। আপাততভাবে আগামী ৩ সপ্তাহ অবধি চলবে লকডাউন। কোনওরকম জমায়েত না করে গৃহবন্দি থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখাকেই করোনা প্রতিরোধের একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লকডাউনের জেরে কার্যত গৃহবন্দি সাধারণ মানুষ থেকে সমস্ত সেলিব্রিটিরা। আজ নিজের ট্যুইটারে অচল, স্তব্ধ শহরের চারটি ছবি পোস্ট করেন বিবিসিআই-এর বর্তমান প্রেসিডেন্ট।।
সপ্তাহের প্রথমেই হাওড়া ব্রিজ সহ শহরের বিভিন্ন রাস্তার এই জনমানবহীন ছবি দেখে বিচলিত স্বয়ং প্রাক্তন অধিনায়কও। ছবি পোস্ট করে সৌরভ লেখেন, ‘কোনওদিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখব। সবাই সাবধানে থাকুন। এই অবস্থা খুব তাড়াতাড়ি বদলাবে।’