কলকাতা:  রোগীর পেট থেকে উদ্ধার ৬৩৯টি পেরেক! কলকাতা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাফল্য। দেড় ঘণ্টা অপারেশনের পর পেট থেকে বেরিয়েছে ৬৩৯টি পেরেক। সুস্থ আছেন রোগী, সুরক্ষিত রয়েছে রোগীর পাকস্থলী, অস্ত্রপোচারের পর জানিয়েছেন চিকিত্সকরা। গোবরডাঙার বাসিন্দা ৪৮ বছরের এই ব্যক্তি রোগী মানসিক রোগে ভুগছিলেন।মাটির সঙ্গে পেরেক মিশিয়ে খেতেন ইনি, জানিয়েছেন চিকিত্সকরা।