কলকাতা: বাংলা অ্যাকাডেমির সভাপতি পদ থেকে শাঁওলি মিত্রর ইস্তফা বিতর্কে মুখ খুলল সরকার। শিক্ষমন্ত্রী বললেন, উনি যেভাবে কাজ চালাচ্ছিলেন, সেভাবেই চালাবেন, সমস্যার সমাধান হয়ে গেছে। প্রস্তাব এলে ভেবে দেখব, প্রতিক্রিয়া শাঁওলির।
বাংলা অ্যাকাডেমির সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়ে, শাঁওলি মিত্র চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। তাঁর অভিযোগ, পরিকাঠামোগত সমস্যায় কাজ করতে অসুবিধা হচ্ছে। গতকাল তিনি বলেন, ভালবেসে কাজ করতাম। প্রকাশনা ও গবেষণায় ঠিকঠাক লোক দরকার। বর্তমান পরিকাঠামোয় কাজ করতে অসুবিধা হচ্ছে। ২০১৬-র শেষ থেকে অসুবিধা তৈরি হয়েছে। কী কী পরিকল্পনা, প্রথম বছর ১২টা বই। শেষ ২ বছর হয়নি।
এ খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। সরকারি সূত্রে খবর, শাওঁলিকে ওই পদে রাখতে শুরু হয় তত্পরতা। সরকার যে তাঁকে ওই পদে ফেরাতে চায়, তা এদিন স্পষ্ট হয়ে গিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায়। বললেন, উনি যেভাবে কাজ চালাচ্ছিলেন, সেভাবেই চালাবেন। যে পরিকাঠামোর সমস্যা ছিল তার সমাধান মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। যদিও শাঁওলি মিত্রর প্রতিক্রিয়া, সরকার আগে প্রস্তাব দিক। তারপর ভেবে দেখব।
সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় পরিবর্তনপন্থীদের অন্যতম মুখ শাঁওলি মিত্র। ২০১২ সালে মহাশ্বেতা দেবীর পদত্যাগের পর, বাংলা অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হয় শাঁওলি মিত্রকে। তারপর থেকে তিনিই বাংলা অ্যাকাডেমির সভাপতি পদে।
সেই শাঁওলিই সরে যেতে চান, বাংলা অ্যাকাডেমির সভাপতি পদ থেকে। যদিও সূত্রের খবর, সরকার চাইছে না, তিনি সরে যান। তাই তাঁকে রাখার তৎপরতা শুরু। শেষমেশ কী হবে, তার উত্তর দেবে সময়।