কলকাতা: সল্টলেকে নির্মীয়মাণ বহুতলের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার কঙ্কাল। ঘটনা ঘিরে ঘনীভূত রহস্য। কঙ্কালটি মহিলার বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
সল্টলেকের ৭ নম্বর ডিডি ব্লক। বছর তিনেক আগে এই বহুতল নির্মাণের কাজ শুরু হয়। একটি শপিং মল তৈরি হওয়ার কথা ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর, কয়েক মাস আগে থেকে ফের শুরু হয়েছে কাজ। পুলিশ সূত্রে খবর, সোমবার, জলের ট্যাঙ্ক পরিস্কার করতে বহুতলের ছাদে ওঠেন কয়েকজন শ্রমিক। ট্যাঙ্কের ভিতর তাঁরা একটি কঙ্কাল দেখতে পান। কঙ্কালে থাকা অন্তর্বাস দেখে পুলিশের অনুমান, এটি একটি মহিলার কঙ্কাল। ছাদে একটি শাড়িও মিলেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হয়তো ৮-১০ মাস আগে কাউকে খুন করে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। তবে কঙ্কালের নীচের অংশ এখনও উদ্ধার হয়নি। কঙ্কালটি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বহুতুলের নির্মাণকারী সংস্থা ও শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। বহুতলে কারও যাওয়া-আসা ছিল না, জানার চেষ্টা করছেন তাঁরা।
যদিও কঙ্কাল উদ্ধার কলকাতায় এই প্রথম নয়। গতবছর জুনে রবিনসন স্ট্রিটের বাড়িতে সাতমাস দিদি ও দুই কুকুরের কঙ্কাল আগলে রেখেছিলেন ভাই পার্থ দে। বাবার দগ্ধ দেহ উদ্ধারে গিয়ে ঘটনার কথা জানতে পারে পুলিশ।
বছর তিনেক আগে এই সল্টলেকেরই সুকান্তনগরে একটি বাড়ির সেফটিক ট্যাঙ্কে মেলে মানুষের হাড়গোড়।