কলকাতা: আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতেও ভাল ঘুমিয়েছেন বোর্ড সভাপতি। সকালে ব্রেকফাস্ট খান। আজও সৌরভ গঙ্গোপাধ্যায়ের একদফা ইসিজি হবে। হাসপাতালের সামনে লাগানো হয়েছে সাউন্ড বক্স। সূত্রের খবর, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার উডল্যান্ডসে এসে তাঁকে পরীক্ষা করেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখেন তিনি। কথা বলেন মেডিক্যাল বোর্ডের সঙ্গে। চিকিত্সক দেবী শেট্টি জানিয়েছেন, জটিল কিছু হয়নি। তিনি আরও বলেন, 'ও এখন এতটাই ফিট একটা ম্যারাথন দৌড়তে পারে, প্লেন ওড়াতে পারেন, ক্রিকেট খেলতে পারে'।
মঙ্গলবারই উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু জানান, বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হলেও চিকিৎসকরা নিয়মিত নজরদারি চালাবেন, ২-৩ সপ্তাহ পরে স্টেন্টিংয়ের জন্য নিয়ে আসা হবে।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে মঙ্গলবার সকালে উডল্যান্ডস হাসপাতালে যান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন তিনি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন।
সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, 'ওঁকে ঠিক সময়ে আনা হয়েছিল, ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছেন, একদম ঠিক, এটা খুব একটা বড় সমস্যা তৈরি করবে না, কোনও বড় রকম সমস্যা নেই, কোনওরকম সমস্যা তৈরি করবে না, বাড়ির যাওয়ার পরদিন থেকেই ও কর্মজীবনে ফিরতে পারবে, যে ব্লকেজ তৈরি হয়েছে, ও যেহেতু ফিট, তাই অল্প ব্লকেজ, যে কোনও সাধারণ মানুষের ৪০ পেরোলেই চেকআপে থাকা উচিত'
আপাতত অপেক্ষা মহারাজের বাড়ি ফেরার। তবে এরইমধ্যে নানা মহলে এই প্রশ্নও উঠছে, সৌরভের ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনও চাপ তৈরি হয়েছিল? তার জেরেই কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন? এই জল্পনার উত্তর দিতে পারবেন মহারাজ নিজেই। তবে আপাতত তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরে আশ্বস্ত ক্রিকেটদুনিয়া।
Sourav Ganguly Health Update: আজই ছাড়া পাচ্ছেন সৌরভ, হাসপাতালের সামনে সাউন্ড বক্স! কেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jan 2021 08:02 AM (IST)
আজও সৌরভ গঙ্গোপাধ্যায়ের একদফা ইসিজি হবে। হাসপাতালের সামনে লাগানো হয়েছে সাউন্ড বক্স।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -