কলকাতা: লেখা হয়ে গিয়েছিল ডিসচার্জ সার্টিফিকেট। বাড়ি ফেরাতে চলে গিয়েছিলেন ডোনাও। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। আজ নয়, কাল বাড়ি ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আজ ছাড়া পাওয়ার জল্পনা থাকলেও, এদিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, নিজেই আরও একদিন হাসপাতালে থাকতে চেয়েছেন বিসিসিআই সভাপতি। আজ নয়, আগামীকাল বাড়ি ফিরবেন মহারাজ।
গতকাল রাতেও ভাল ঘুমিয়েছেন তিনি। সকালে ব্রেকফাস্ট খান। আজও সৌরভ গঙ্গোপাধ্যায়ের একদফা ইসিজি হবে। ১৪ দিন পর তাঁকে পরীক্ষার জন্য ফের আসতে হবে হাসপাতালে। এরপর বাকি দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। গতকাল উডল্যান্ডসে এসে সৌরভকে পরীক্ষা করেন চিকিৎসক দেবী শেঠি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা বলেন মেডিক্যাল বোর্ডের সঙ্গে। দেবী শেঠির পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি স্থির করা হয়।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ! তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। যেখানে স্টেন্ট বসানো হয়েছে।
বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। গতকাল হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে। নির্দিষ্ট কারণ নেই।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর মহারাজের শারীরিক অবস্থা পরীক্ষা করতে মঙ্গলবার সকালে উডল্যান্ডস হাসপাতালে যান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। তখন হাসপাতালেই ছিলেন সৌরভের স্ত্রী ডোনা এবং দাদা স্নেহাশিস।
প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেঠি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। দেবী শেঠি বলেন,
উডল্যান্ডস হাসপাতাল সূত্রের খবর, গতকাল সকালে টোস্ট আর ছানার সঙ্গে বাড়ি থেকে আনানো পছন্দের চা পান করেন সৌরভ। মধ্যাহ্নভোজ সারেন ভাত আর মাছের ঝোল দিয়ে।
আপাতত অপেক্ষা মহারাজের বাড়ি ফেরার। তবে এরইমধ্যে নানা মহলে এই প্রশ্নও উঠছে, সৌরভের ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনও চাপ তৈরি হয়েছিল? তার জেরেই কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন? আর তাই প্রত্যাশিতভাবেই দেবী শেঠির কাছে এই প্রশ্নও করা হয়েছিল, বর্তমান শারীরিক পরিস্থিতিতে কি সৌরভ রাজনীতিতে নামতে পারবেন? অত্যন্ত কৌশলে সেই প্রশ্ন এড়িয়ে যান বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ।
আপাতত অবশ্য যাবতীয় জল্পনা, গুঞ্জন উড়িয়ে বড়িশার দুই বাই ছয়, পূর্ব বীরেন রায় রোডের গাঙ্গুলী বাড়ি অপেক্ষা করছে, ঘরের ছেলের ঘরের ফেরার জন্য।