কলকাতা: রামনবমী উপলক্ষে মিছিলে অস্ত্র নিয়ে বিতর্ক তুঙ্গে। দায়ের হয়েছে মামলা। কৈলাস বিজয়বর্গীয় দাবি করছেন, মামলা প্রত্যাহার করা হোক! দিলীপ ঘোষ-রাহুল সিংহদের গলায় রাজনৈতিক প্রতিহিংসার তত্ব। কিন্তু এ নিয়ে বিজেপির বাংলার নেতাদের সম্পূর্ণ উল্টো সুর মোদি সরকারের মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংহের গলায়।

নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেছেন, এ বিষয়ে আমি একমত যে, নীতি এক হওয়া উচিত। সবার ওপর লাগু হোক। সে বিজেপি নেতা হোক, মমতার দলের হোক, বামেদের বা কংগ্রেসের হোক। সবাইকে এক নজরে দেখা উচিত। আইনের চোখে সবাই সমান। বেআইনি অস্ত্র ব্যবহার করলে, আইন প্রয়োগ হবেই।

যদিও এই ইস্যুতে দলের কেন্দ্রীয় নেতার সঙ্গে মোটেও একমত নয় রাজ্য বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেছেন, বাংলার ভাবের কথা বলেছি। তরোয়াল কোনও অস্ত্র নয়।

ইতিমধ্যেই অস্ত্র মিছিলকে পরম্পরা আখ্যা দিয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু এটাকে পরম্পরা বলে মানতে রাজি নয় সিপিএম। বিরোধীদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য তো স্বাভাবিক বিষয়, কিন্তু মিছিলে অস্ত্রের প্রদর্শন ঘিরে বিজেপির অন্দরেই দ্বিমত, দলের পক্ষে অস্বস্তিকর। মত রাজনৈতিক মহলের।