কলকাতা: স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের মধ্যে টানাপোড়েন। অভিযোগ, তার জেরে ক্লাসঘরে তালা। ফলে মেঝেতে বসে পড়াশোনা করতে হয় প্রাথমিক স্কুলের পড়ুয়াদের। এরই প্রতিবাদে ঢাকুরিয়ার বিনোদিনী হাইস্কুলে অভিভাবকদের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে লেক থানার পুলিশ।
এই স্কুলে প্রাথমিক বিভাগে পড়ুয়ার সংখ্যা পাঁচশো-রও বেশি। অভিযোগ, দুটি ক্লাসঘরে বেঞ্চ থাকলেও, মাধ্যমিক বিভাগের প্রধান শিক্ষিকার নির্দেশে ঘরগুলি তালাবন্ধ থাকায়, প্রাথমিকের পড়ুয়াদের মেঝেতে বসেই পড়াশোনা করতে হয়। শিক্ষা দফতরে জানিয়েও সুরাহা মেলেনি বলে দাবি প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকার। মাধ্যমিক বিভাগের প্রধান শিক্ষিকার দাবি, প্রাথমিক বিভাগের তরফে পড়ুয়াদের সঠিক সংখ্যা না জানানোর জন্যই এই সমস্যা।
মেঝেতে বসে পড়াশোনা প্রাথমিকের পড়ুয়াদের, প্রতিবাদে স্কুলে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2017 12:57 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -